Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
করাত কলের লাইসেন্স
বিস্তারিত

এতদ্বারা সকলকে জানানো যাচ্ছে যে, লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যারা করাত-কল পরিচালনা করছেন তাদেরকে করাত-কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী নতুন লাইসেন্স গ্রহণ ও মেযাদ উত্তীর্ণ লাইসেন্স নবায়ন করে করাত-কল পরিচালনা করার জন্য অনুরোধ করা হল।

 

সংরক্ষিত, রক্ষিত, অর্পিত বা অন্য যে কোন ধরণের সরকারি বন ভূমির সীমানা হতে ন্যূনতম ১০(দশ) কিলোমটিারের মধ্যে, বা বাংরাদেশের আন্তর্জাতিক স্থল সীমানা হতে ন্যূনতম ৫(পাঁচ) কিলোমটিারের মধ্যে পৌর এলাকা ব্যতীত, কোন করাত-কল স্থাপন করা যাবে না।

 

এছাড়া কোন সরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান এবং জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর বিঘ্ন সৃষ্টিকারী এইরূপ কোন স্থানের ন্যূনতম ২০০(দুইশত) মিটারের মধ্যে কোন করাত-কল স্থাপন করা যাবে না।

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/07/2013